Primary Assistant Teacher 3rd Phase Exam Question Solution 2024

Primary Assistant Teacher 3rd Phase Exam Question Solution 2024 is available below. Primary 3rd Step Exam Question Solution 2024 has been solved by our educational team. Primary Assistant Teacher 3rd Phase MCQ Exam Question Solution 2024 is good news for job seekers in Bangladesh. All information on Primary Teacher 3rd Phase Exam Question and Solution 2024 is available below. The Directorate of Primary Education (DPE) is a Government Organization in Bangladesh.

Organization Type : Government

Exam Name : Primary Assistant Teacher 3rd Phase Exam Question Solution 2024

Exam Date : 2024-03-29

Exam Year : 2024

Exam Time :

Total Vacancy :

Exam Type : 1

Total Questions :

Total Marks :

Negative Marks :

Total Candidates :

Exam Center :

Question Set :

১। কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়?

ক. লর্ড বেন্টিংক

খ. লর্ড কর্ণওয়ালিশ

গ. লর্ড মাউন্ট ব্যাটেন

ঘ. ওয়ারেন হেস্টিংস

উত্তরঃ গ. লর্ড মাউন্ট ব্যাটেন

২। What kind of noun is ‘Infant’?

ক. Common

খ. Collective

গ. Material

ঘ. Proper

উত্তরঃ ক. Common

৩। a⁻3 = 0.2 হলে ‍a¹² এর মান কত? 

ক. 526

খ. 525

গ. 125

ঘ. 625

উত্তরঃ ঘ. 625

৪। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৬ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?

ক. ৪৮

খ. ৬০

গ. ১২

ঘ. ২৪

উত্তরঃ ঘ. ২৪

৫। ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?

ক. ৩৭.৮৭

খ. ৩৬.৭৮

গ. ৩৭.৭৮

ঘ. ৩৬.৮৭

উত্তরঃ গ. ৩৭.৭৮

৬। কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটি ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

ক. ৩৬

খ. ৩৫

গ. ৫৩

ঘ. ৬৩

উত্তরঃ ক. ৩৬

৭। ‘কাঁদো নদী কাঁদো’ এর রচয়িতা কে?

ক. মানিক বন্দ্যোপাধ্যায়

খ. শহীদুল্লাহ কায়সার

গ. সৈয়দ ওয়ালীউল্লাহ

ঘ. ‍মুনীর চৌধুরী

উত্তরঃ গ. সৈয়দ ওয়ালীউল্লাহ

৮। একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড় ৮০০ থেকে তত ছোট? সংখ্যাটি কত?

ক. ৬৮০

খ. ৬৩০

গ. ৬৫৫

ঘ. ৬৭৫

উত্তরঃ ক. ৬৮০

১০। ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই?

ক. মিজোরাম, ত্রিপুরা

খ. আসাম, মেঘালয়

গ. অরুণাচল, মণিপুর

ঘ. মেঘালয়, মিজোরাম

উত্তরঃ গ. অরুণাচল, মণিপুর

১১। যদি a + b = 2, ab = 1 হয় তবে ‍a এবং b এর মান কত?

ক. 1, 1

খ. – 1, 3

গ. -3, -4

ঘ. 0.2

উত্তরঃ ক. 1, 1 

১২। একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি.মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত?

ক. ১৫ মিটার

খ. ২০ মিটার

গ. ৫ মিটার

ঘ. ১০ মিটার

উত্তরঃ গ. ৫ মিটার

১৩। Identify the correct spelling:

ক. Equalibrium

খ. Equilibrium

গ. Equalbrium

ঘ. Equllebrium

উত্তরঃ খ. Equilibrium

১৪। ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

ক. ফার্সী

খ. হিন্দি

গ. উর্দু

ঘ. তুর্কী

উত্তরঃ ঘ. তুর্কী

১৫। ‘I will do it tomorrow’. এ বাক্যে Tomorrow কোন parts of Speech?

ক. Adverb

খ. Adjective

গ. Noun

ঘ. Verb

উত্তরঃ ক. Adverb

১৬। ‘জরা’ এর বিপরীত শব্দ কোনটি? 

ক. জীবন

খ. মৃত্যু

গ. যৌবন

ঘ. পতিত

উত্তরঃ গ. যৌবন

১৭। জাতিসংঘের সংস্থা IPCC এর পূর্ণরূপ কোনটি?

ক. International Public Committee for Climate Change

খ. International Panel on Climate Change

গ. Intergovernmental Panel on Climate Change

ঘ. Intrgovernmental Panel on Climate Change 

উত্তরঃ গ. Intergovernmental Panel on Climate Change

১৮। Sapling শব্দের অর্থ কি? 

ক. ঔষধ

খ. নমুনা

গ. আদর করা

ঘ. চারাগাছ

উত্তরঃ ঘ. চারাগাছ 

১৯। বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?

ক. ৪ বছর

খ. ৮ বছর

গ. ৫ বছর

ঘ. ৩ বছর

উত্তরঃ ক. ৪ বছর

২০। Which sentence is correct?

ক. He needs not go.

খ. He need not go. 

গ. He do not need to go.

ঘ. He does not need go. 

উত্তরঃ খ. He need not go. 

২১। কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে?

ক. ২০০

খ. ৩০০০

গ. ২৫০

ঘ. ১০০

উত্তরঃ ক. ২০০

২২। ‘যা বলা হবে’ এর বাক্যে সংকোচন কোনটি?

ক. উক্ত

খ. বাক্য

গ. ভবিতব্য

ঘ. বক্তব্য 

উত্তরঃ ঘ. বক্তব্য 

২৩। ‘বিবর’ শব্দের অর্থ কি? 

ক. চূড়া

খ. বরহীনা

গ. বরহীন

ঘ. গহ্বর

উত্তরঃ ঘ. গহ্বর

২৪। ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক কে?  

ক. জহির রায়হান

খ. আব্দুল জব্বার খান

গ. শেখ নিয়ামত আলী

ঘ. খান আতাউর রহমান

উত্তরঃ খ. আব্দুল জব্বার খান 

২৫। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ড বাক্যের পর বসে- 

ক. কমা

খ. দাঁড়ি

গ. সেমিকোলন

ঘ. কোলন

উত্তরঃ ক. কমা

২৬। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? 

ক. ২০ টি

খ. ২১ টি

গ. ১৮ টি

ঘ. ২২ টি

উত্তরঃ ক. ২০ টি

২৭। একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত? 

ক. ৪২

খ. ৩৩

গ. ২৮

ঘ. ২২

উত্তরঃ গ. ২৮

২৯। ‘বাংলাদেশ’ কবিতাটি কার লেখ?

ক. অমিয় চক্রবর্তী

খ. ফররুখ আহমদ

গ. আহসান হাবীব

ঘ. শামসুর রাহমান

উত্তরঃ ক. অমিয় চক্রবর্তী

৩১। Call name indicates – 

ক. Rebuking 

খ. Calling 

গ. Calling Bell

ঘ. Speaking

উত্তরঃ ক. Rebuking

৩২। ‘ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত’ – এ উক্তিটি কার? 

ক. সুভাষ মুখোপাধ্যায়

খ. দ্বিজেন্দ্রলাল রায়

গ. শামসুর রাহমান

ঘ. কামিনী রায়

উত্তরঃ ক. সুভাষ মুখোপাধ্যায়

৩৩। ‘চোরাবালি’ কাব্যগ্রন্থটি কার লেখা? 

ক. প্যারীচাঁদ মিত্র

খ. মানিক বন্দোপাধ্যায়

গ. দ্বিজেন্দ্রলাল রায়

ঘ. বিষ্ণু দে

উত্তরঃ ঘ. বিষ্ণু দে 

৩৪। He was dressed — a black suit. 

ক. by

খ. for 

গ. with 

ঘ. in  

উত্তরঃ ঘ. in  

৩৫। 9x + 9x + 9x = কত? 

ক. 32x+1

খ. 27

গ. 3x

ঘ. 9

উত্তরঃ ক. 32x+1

৩৬। আন্দামান ও নিকোবর দ্বীপ পুঞ্জের রাজধানী কোনটি? 

ক. পুদুচেরি

খ. দাদরা

গ. পোর্ট ব্লেয়ার

ঘ. সিকিম

উত্তরঃ গ. পোর্ট ব্লেয়ার

৩৭। Which sentence is correct? 

ক. One of my friends is sick

খ. One of my friend is sick. 

গ. One of my friends are sick 

ঘ.  One of my friend been sick 

উত্তরঃ ক. One of my friends is sick

৩৮। ব্যায়ামে শরীর ভালো থাকে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? 

ক. করণে ৭মী

খ. কর্মে ৭মী

গ. অপাদানে ৭মী

ঘ. অধিকরণে ৭মী

উত্তরঃ ক. করণে ৭মী

৩৯। Rudimentary শব্দের অর্থ কি? 

ক. প্রাথমিক

খ. স্বল্পভাষী 

গ. বিরক্তিবোধ 

ঘ. হাস্যকর 

উত্তরঃ ক. প্রাথমিক

৪০। ‘বাংলা সাহিত্যের কথা’ কার রচিত? 

ক. ডঃ হুমায়ুন আহমেদ

খ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ

গ. ডঃ সুকুমার সেন

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ খ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ

৪১। Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা? 

ক. পাকিস্তান

খ. ভারত

গ. বাংলাদেশ

ঘ. শ্রীলঙ্কা

উত্তরঃ গ. বাংলাদেশ

৪২। √2/√6+2= কত?

ক. √3 – √2  

খ. √3 + 2   

গ. √3 + √2  

ঘ. 3 -√2   

উত্তরঃ উত্তরঃ  ক. √3 – √2

৪৩। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? 

ক. ৮টি

খ. ৯টি 

গ. ১০ টি

ঘ. ১২টি

উত্তরঃ গ. ১০ টি

৪৪। ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে? 

ক. ৪৫০ টাকা

খ. ৬৫০ টাকা

গ. ৫০০ টাকা 

ঘ. ৬০০ টাকা

উত্তরঃ ক. ৪৫০ টাকা

৪৫। Either he or his friends ___ done it. 

ক. are 

খ. has

গ. have

ঘ. is 

উত্তরঃ গ. have

৪৬। ‘সোনালি কাবিন’ কাব্যের রচয়িতা কে? 

ক. হাসান হাফিজুর রহমান

খ. আল মাহমুদ

গ. হুমায়ুন আজাদ

ঘ. শক্তি চট্টোপাধ্যায়

উত্তরঃ খ. আল মাহমুদ

৪৭। একটি গাড়ির চাকা যদি মিনিটে ৯০ বার ঘোরে, ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

ক. ১৮০ ডিগ্রি

খ. ২৭০ ডিগ্রি 

গ. ৩৬০ ডিগ্রি

ঘ. ৫৪০ ডিগ্রি

উত্তরঃ ঘ. ৫৪০ ডিগ্রি

৪৮। An adverb does not modify?

ক. Adjective

খ. Verb 

গ. Adverb

ঘ. Noun

উত্তরঃ ঘ. Noun

৪৯।`কুসুম্বা’ মসজিদ কোথায় অবস্থিত?

ক. বাগেরহাট জেলায়

খ. ঢাকার লালবাগে 

গ. নওগা জেলায়

ঘ. পুরান ঢাকায়

উত্তরঃ গ. নওগা জেলায় 

৫০। মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ- 

ক. মন+অহর 

খ. মন+হর

গ. মনঃ+হর

ঘ. মনো+হর    

উত্তরঃ গ. মনঃ+হর 

৫১। Forgery শব্দের বাংলা পরিভাষা কি?

ক. তদ্বরূপ

খ. বাজেয়াপ্ত 

গ. পূর্বাভাস

ঘ. জালিয়াতি

উত্তরঃ ঘ. জালিয়াতি

৫২। ‘ষড়ঋতু’ কোন সমাস?

ক. দ্বন্দ্ব

খ. কর্মধারয়

গ. বহুব্রীহি

ঘ. দ্বিগু

উত্তরঃ ঘ. দ্বিগু

৫৪। The synonym of ‘Outest’ Is-

ক. Lost 

খ.  Outside

গ. Beginning

ঘ. Fall

উত্তরঃ গ. Beginning

৫৫। ‘Proletariat’ শব্দটির সঠিক বাংলা কি?

ক. রাজগোষ্ঠী

খ. বিপদাপন্ন

গ. সর্বহারা

ঘ. সাহিত্যিক

উত্তরঃ গ. সর্বহারা

৫৬। Indefinite pronoun এর উদাহরণ কোনটি?

ক. Who

খ. Mine

গ. We

ঘ. Several

উত্তরঃ ঘ. Several

৫৭। Time after twilight and before night _______. 

ক. Madnight

খ. Dawn

গ. Dusk

ঘ. Moonlite

উত্তরঃ গ. Dusk

৫৮। The poet of Beauty is –

ক. Wordsworth 

খ. Keats 

গ. Milton

ঘ. Eliot

উত্তরঃ খ. Keats

৫৯। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল- 

ক. ৪০০-৮০০ খ্রিঃ

খ. ৫০০-১০০০ খ্রিঃ

গ. ৭০০-১৪০০ খ্রিঃ

ঘ. ৬৫০-১২০০ খ্রিঃ

উত্তরঃ ঘ. ৬৫০-১২০০ খ্রিঃ

৬০। কোনটি Abstract Noun?

ক. Humanity 

খ. Human

গ. Humane

ঘ. Inhuman 

উত্তরঃ ক. Humanity

৬১। তোরাবোরা পাহাড় অবস্থিত কোন দেশে?

ক. তুরস্ক

খ. আফগানিস্তান

গ. শ্রীলঙ্কা

ঘ. সৌদি আরব

উত্তরঃ খ. আফগানিস্তান

৬২। ১৬ কোটির ১% কত?

ক. ১ কোটি ৬০ লক্ষ

খ. ১৬ লক্ষ

গ. ১৬ হাজার

ঘ. ২০ হাজার

উত্তরঃ খ. ১৬ লক্ষ

৬৩। ১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

ক. ৫

খ. ৬

গ. ২

ঘ. ৩

উত্তরঃ ক. ৫

৬৪। ‘Open the door’ (Make it passive) 

ক. The door is opened.  

খ. Let the door be opened. 

গ. Let the door opened.  

ঘ. Let the door open. 

উত্তরঃ খ. Let the door be opened. 

৬৬। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫, ভাগশেষ থাকবে?

ক. ১৪

খ. ১৬

গ. ১০

ঘ. ১২

উত্তরঃ  ঘ. ১২ 

৬৮। Have you ever been — Dhaka?

ক. at

খ. to 

গ. in

ঘ. on

উত্তরঃ খ. to

৬৯। রোম সম্রাজ্যের প্রথম সম্রাট কে?

ক. রমিউলাস অগাস্টাস

খ. জুপিটার

গ. রাজা রোমিউলাস

ঘ. অগাস্টাস সিজার

উত্তরঃ ঘ. অগাস্টাস সিজার

৭০। ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিলো না?

ক. শাসনতান্ত্রিক কাঠামো

খ. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা

গ. স্বতন্ত্র মুদ্রাব্যবস্থা

ঘ. বিচার ব্যবস্থা

উত্তরঃ ঘ. বিচার ব্যবস্থা

৭১। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়?

ক. সেক্সপিয়ার ও ইলিয়ট

খ. সেক্সপিয়ার ও ভলতেয়ার

গ. রুশো ও ভলতেয়ার

ঘ. প্লেটো ও এরিস্টটল

উত্তরঃ গ. রুশো ও ভলতেয়ার

৭২। ‘মুজিববর্ষ’ কোন সমাস? 

ক. দ্বন্দ সমাস

খ. দ্বিগু সমাস 

গ. কর্মধারয় সমাস

ঘ. অভ্যয়ীভাব সমাস

উত্তরঃ গ. কর্মধারয় সমাস

৭৩। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ?

ক. ৩ এপ্রিল

খ. ৪ এপ্রিল

গ. ১ এপ্রিল

ঘ. ২ এপ্রিল

উত্তরঃ ঘ. ২ এপ্রিল

৭৪। Bangladesh was — in 1971.

ক. Liberation

খ. Liberated 

গ. Liberate

ঘ. Liberating

উত্তরঃ খ. Liberated 

৭৫। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে?

ক. ৪২

খ. ৩৯

গ. ৪০

ঘ. ৪১

উত্তরঃ গ. ৪০