Janata Bank Officer (RC) MCQ Exam Question Solution 2024

Janata Bank Officer (RC) MCQ Exam Question Solution 2024

Organization Type : Government

Exam Name : Janata Bank Officer (RC) MCQ Exam Question Solution 2024

Exam Date : 2024-06-28

Exam Year : 2024

Exam Time :

Total Vacancy :

Exam Type : 1

Total Questions :

Total Marks :

Negative Marks :

Total Candidates :

Exam Center :

Question Set :

১। আনিসুজ্জামান এর লেখা গ্রন্থ কোনটি? 

ক. গণদেবতা

খ. বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস

গ. শিখা

ঘ. মুসলিম মানস ও বাংলা সাহিত্য  

উত্তরঃ ঘ. মুসলিম মানস ও বাংলা সাহিত্য  

২। নিন্মের শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলো থেকে ভিন্ন?

ক. পারাবাব

খ. অর্ণব

গ. ববিধি 

ঘ. তটিনী

উত্তরঃ ঘ. তটিনী

৩।  ‘উপচার্য মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি। এ বাক্যের ‘দরখাস্ত শব্দটি –

ক. প্রত্যয়যুক্ত

খ. উপসর্গযুক্ত

গ. বিভক্তি যুক্ত

ঘ. অনুসর্গযুক্ত

উত্তরঃ খ. উপসর্গযুক্ত

৪। ‘বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে’ । বাক্যটি –

ক. সরল

খ. জাটিল

গ. যৌগিক

ঘ. মিশ্র

উত্তরঃ গ. যৌগিক

৬। ‘কুশীলব’ শব্দের অর্থ – 

ক. অভিনীত

খ. অভিনেতা

গ. অভিনয়

ঘ. নেপথ্যচারী

উত্তরঃ খ. অভিনেতা

৭। ‘স্থিতধী’ শব্দের অর্থ – 

ক. ধীরগতিসম্পন্ন

খ. স্থির

গ. স্থিরবুদ্ধিসম্পন্ন

ঘ. স্থিতি

উত্তরঃ গ. স্থিরবুদ্ধিসম্পন্ন

৮। ‘মৃত্তিকা দিয়ে তৈরী এর বাক্য সংকোচন –

ক. মেঠো

খ. মন্ময়

গ. মৃন্ময়

ঘ. চিন্ময়

উত্তরঃ গ. মৃন্ময়

৯। যা নিন্দার যোগ্য নয় – 

ক. নিন্দনীয়

খ. প্রশংসনীয়

গ. অনিন্দ্য

ঘ. নিস্পৃহ

উত্তরঃ গ. অনিন্দ্য

১০। কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না? 

ক. চোখের জল

খ. চোখের পর্দা

গ. চোখের মনি

ঘ. চোখের বালি

উত্তরঃ ক. চোখের জল

১১। ‘ভিটায় ঘুঘু চরানো এর অর্থ – 

ক. সর্বনাশ করা

খ. বৃথা খেটে মরা

গ. অহঙ্কারী

ঘ. নিশ্চিতে থাকা 

উত্তরঃ ক. সর্বনাশ করা

১২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন?

ক. নীলা নাগ

খ. লাবণ্য দাশ

গ. করুণাকণ্য গুপ্তা

ঘ. নুরজহোন বেগম

উত্তরঃ গ. করুণাকণ্য গুপ্তা

১৩। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় – 

ক. পর্তুগীজ ভাষায়

খ. ফরাসী ভাষায়

গ. ইংরেজী ভাষায়

ঘ. সংস্কৃত ভাষায়

উত্তরঃ ক. পর্তুগীজ ভাষায়

১৪। ‘জিজ্ঞাসা’ গ্রন্থটি কার লেখা? 

ক. প্রথম চৌধুরী

খ. অতুলচন্দ্র গুপ্ত

গ. বামেন্দ্রসুন্দর ত্রিবেদী

ঘ. মনোজ গুপ্ত    

উত্তরঃ গ. বামেন্দ্রসুন্দর ত্রিবেদী

১৫। কোন বাক্যটি শুদ্ধ? 

ক. সকল লোকেরাই ক্ষমা প্রার্থনা করেছিল।

খ. সে কোর্টে সাক্ষ্য দিয়েছে।

গ. আমি কোর্টে সাক্ষী দিতে যাচ্ছি।

ঘ. আমি আসিতে থাকবো। 

উত্তরঃ খ. সে কোর্টে সাক্ষ্য দিয়েছে।

১৬। রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিশ্ব পরিচয়’ বইটি কাকে উৎসর্গ করেন? 

ক. জগদীশচন্দ্র বসু

খ. মেঘনাদ সাহ্য

গ. সি ভি রমন

ঘ. সত্যেন্দ্রনাথ বসু

উত্তরঃ ঘ. সত্যেন্দ্রনাথ বসু

১৭। জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ অ্যখ্যা দেন কে? 

ক. সুধীন্দ্রনাধ দত্ত

খ. অমিয় চক্রবর্তী

গ. বুদ্ধদেব বসু

ঘ. কাজী নজরুল ইসলাম 

উত্তরঃ গ. বুদ্ধদেব বসু

১৮। ‘হররোজ, হরকিসিম, হরহামেশা’ এ ‘হর’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. পূর্ণ অর্থে

খ. আধা অর্থে

গ. প্রত্যেক অর্থে

ঘ. মধ্যস্থ অর্থে

উত্তরঃ গ. প্রত্যেক অর্থে 

১৯। বর্ণ হচ্ছে – 

ক. শব্দের ক্ষুদ্রতম অংশ

খ. ধ্বনি নির্দেশক প্রতীক

গ. একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ

ঘ. ধ্বনি শ্রুতিগ্রাহা রূপ

উত্তরঃ খ. ধ্বনি নির্দেশক প্রতীক

২০। কোনটি শুদ্ধ বানান? 

ক. সর্বাঙ্গীণ

খ. সর্বাঙ্গীন

গ. সর্বাঙ্গিন

ঘ.  সর্বা           

উত্তরঃ ক. সর্বাঙ্গীণ

২১। ‘এ যে আমার চেনা লোক’ – বাক্যে ‘চেনা’ কোন পদ? 

ক. বিশেষ্য

খ. অব্যয়

গ. ক্রিয়া

ঘ. বিশেষণ 

উত্তরঃ ঘ. বিশেষণ 

২২। অপরিবর্তনীয় শব্দকে কি বলে? 

ক. অনুক্ত ক্রিয়াপদ

খ. বিশেষ্য পদ

গ. অব্যয় পদ

ঘ. ক্রিয়া পদ

উত্তরঃ গ. অব্যয় পদ

২৩। ‘মানুষ হও’। বাক্যটিতে রয়েছে- 

ক. উপদেশ

খ. আদেশ

গ. অনুরোধ

ঘ. অনুনয়

উত্তরঃ ক. উপদেশ

২৪। ‘সে পুরস্কার পেয়েচ’। বাক্যটিতে কোন ধরনের বর্তমান কাল প্রকাশিত হয়েছে? 

ক. সাধারণ বর্তমান

খ. ঘটমান বর্তমান

গ. পুরাঘটিত বর্তমান

ঘ.  অনুজ্ঞা বর্তমান 

উত্তরঃ গ. পুরাঘটিত বর্তমান