Combined 7 Bank Officer (Cash) Exam Question Solution 2024

Combined 7 Bank Officer (Cash) Exam Question Solution 2024

Organization Type : Government

Exam Name : Combined 7 Bank Officer (Cash) Exam Question Solution 2024

Exam Date : 2024-05-24

Exam Year : 2024

Exam Time :

Total Vacancy :

Exam Type : 1

Total Questions :

Total Marks :

Negative Marks :

Total Candidates :

Exam Center :

Question Set :

1. সরল বাক্যের প্রধান অংশ কয়টি?

ক. ২ টি

খ. ৩ টি

গ. ৪ টি

ঘ. ৫ টি

উত্তরঃ ক. ২ টি 

2. ‘বাড়ি থেকে নদী দেখা যায়’ কোন কারকে কোন বিভক্তি?

ক. অপাদানে ৫মী

খ. অপাদানে ৭মী

গ. অধিকরণে ৫মী

ঘ. অধিকরণে ৭মী

উত্তরঃ গ. অধিকরণে ৫মী 

3. ‘আভরণ’ শব্দের অর্থ কি?

ক. আচ্ছাদন

খ. রমণীয়

গ. অনবরত

ঘ. কোনটিই নয়

উত্তরঃ ঘ. কোনটিই নয় [আভরণ শব্দের অর্থ অলংকার] 

4. বাংলা ব্যাকরণে ‘পদ’ বলতে কি বোঝায়?

ক. কবিতার চরণ

খ. যে কোন শব্দ

গ. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু

ঘ. প্রত্যয়ন শব্দ

উত্তরঃ গ. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু

5. ‘আছ তুমি জগৎ মাঝারে’ এখানে ‘মাঝারে’ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ব্যাপ্তি

খ. সঙ্গে

গ. মধ্যে

ঘ. সবকটি

উত্তরঃ ক. ব্যাপ্তি  

6. নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ?

ক. আয়া

খ. ছাত্রী

গ. সৎমা

ঘ. দাদী

উত্তরঃ ঘ. দাদী

7. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কতভাগে ভাগ করেছেন?

ক. ৩

খ. 8

গ. ৫

ঘ. ৬

উত্তরঃ গ. ৫ [ ড.মুহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে পাঁচ ভাগে ভাগ করেছেন। যথাঃক. ধ্বনি প্রকরণখ. শব্দ প্রকরণগ. বাক্য প্রকরণঘ. ছন্দ প্রকরণ ওঙ. অলংকার প্রকরণ] 

৪. শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি?

ক. চরিত্রহীন

খ. মন্দির

গ. নিষ্কৃতি

ঘ. চন্দ্রনাথ

উত্তরঃ খ. মন্দির

9. ‘যার ঋণ আছে’ এর এক কথায় প্রকাশ কি হবে?

ক. ঋণী

খ. অধমর্ণ

গ. খাতক

ঘ. সবকটি

উত্তরঃ ঘ. সবকটি [খাতক শব্দের বাংলা অর্থ ঋণী, অধমর্ণ, দেনাদার।]  

10. নিচের কোন শব্দদ্বয় শুদ্ধ?

ক. উপরিউক্ত-উল্লিখিত

খ. উপরোক্ত-উল্লেখিত

গ. জাদুঘর-শুধুমাত্র

ঘ. আইনজীবী-মৌনতা

উত্তরঃ ক. উপরিউক্ত-উল্লিখিত 

11. নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা?

ক. সংস্কৃত

খ. বাংলা

গ. সংস্কৃত ও বাংলা উভয়ই

ঘ. কোনটিই নয়

উত্তরঃ গ. সংস্কৃত ও বাংলা উভয়ই 

13. নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক?

ক. নূন্য = নি+উন

খ. নিচেষ্ট = নি +চেষ্ট

গ. নয়ন = ন+অন

ঘ. তন্মধ্যে = তদ্‌+মধ্যে

উত্তরঃ ঘ. তন্মধ্যে = তদ্‌+মধ্যে 

14. দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক. লোনা-জল

খ. ঘি-ভাত

গ. কাঁচা-মিঠে

ঘ. খাঁ-সাহেব

উত্তরঃ গ. কাঁচা-মিঠে

15. ‘বাঁশি বাজায়’ বাক্যটিতে বাঁশি শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শূন্য

খ. কর্তৃতে শূন্য

গ. করণে শূন্য

ঘ. কোনটিই নয়

উত্তরঃ ক. কর্মে শূন্য

16. ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. বিস্ময়

খ. নির্ভয়

গ. দ্বিধা

ঘ. প্রত্যয়

উত্তরঃ ঘ. প্রত্যয়

17. ‘বদমেজাজী’ শব্দে ‘বদ’ কোন ধরনের উপসর্গ?

ক. বাংলা

খ. ফরাসি

গ. আরবী

ঘ. হিন্দি

উত্তরঃ খ. ফরাসি [প্রশ্নের অপশনে ভুল করে ফারসি এর স্থলে ফরাসি লিখেছে] 

18. ‘অনুতাপ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কি?

ক. ক্ষুদ্রতাপ

খ. তাপের অনু

গ. অনুরূপ তাপ

ঘ. অনুতে যে তাপ

উত্তরঃ ঘ. অনুতে যে তাপ

19. গুরুচন্ডালী দোষে বাক্য কি হারায়?

ক. যোগ্যতা

খ. আসক্তি 

গ. আকাঙ্খা 

ঘ. প্রসাদগুন

উত্তরঃ ক. যোগ্যতা 

20 . তৎসম শব্দ কোনটি?

ক. চেয়ার

খ. কান 

গ. ধর্ম

ঘ. কোনটিই নয়

উত্তরঃ গ. ধর্ম 

21. ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত?

ক. অক্ষরবৃত্ত

খ. ত্রিপদি

গ. মাত্রাবৃত্ত

ঘ. স্বরবৃত্ত

উত্তরঃ গ. মাত্রাবৃত্ত 

22. নিচের কোনটি বন্দে আলি মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ?

ক. কুঁচবরন কন্যা

খ. কামাল আতাতুর্ক

গ. মেঘকুমারী

ঘ. সবকটি

উত্তরঃ ঘ. সবকটি

23. কোন বানানটি শুদ্ধ?

ক. স্পন্দন

খ. দন্ড

গ. লুণ্ঠন

ঘ. কন্টক

উত্তরঃ ক. স্পন্দন

25. ইতর বিশেষ’ বলতে কি বোঝায়?

ক. পার্থক্য

খ. চালাকি

গ. অপদার্থ

ঘ. দুর্বৃত্ত

উত্তরঃ ক. পার্থক্য

36. Pick the appropriate word and complete the sentence: One of my friends——coming today.

ক. are

খ. is

গ. will

ঘ. was

উত্তরঃ খ. is 

73. Which planet is the hottest in the solar system?

ক. Venus

খ. Mercury

গ. Saturn

ঘ. Neptune

উত্তরঃ ক. Venus 

74. What is the name of a shape with nine sides?

ক. Heptagon

খ. Nonagon

গ. Octagon

ঘ. None of the above

উত্তরঃ খ. Nonagon  

75. According to the history of the Ruppur Nuclear Power Station, Bangladesh first conceived of building a nuclear power plant in

ক. 1961

খ. 1981

গ. 1996

ঘ. 2013

উত্তরঃ ক. 1961

76. Begum Rokeya Day is observed in

ক. 10 January

খ. 10 April

গ. 9 December

ঘ. 15 February

উত্তরঃ গ. 9 December 

77. Carrot is a good source of

ক. Vitamin A

খ. Vitamin C

গ. Vitamin B

ঘ. Vitamin K

উত্তরঃ ক. Vitamin A   

78. UN Environment Program (UNEP) releases “Road Map to Reduce Plastic Pollution by 80% by?

ক. 2025

খ. 2030

গ. 2040

ঘ. 2050

উত্তরঃ গ. 2040   

79. Manat is the currency of which country?

ক. Ethiopia

খ. Benin

গ. Gambia

ঘ. Azerbaijan

উত্তরঃ ঘ. Azerbaijan   

80. East Timor was a colony of

ক. England

খ. Portugal

গ. Netherlands

ঘ. Indonesia

উত্তরঃ খ. Portugal   

81. Which of the following is the second-highest rice producer in the world?

ক. China

খ. Russia

গ. India

ঘ. Bangladesh

উত্তরঃ গ. India

82. The 2024 Summer Olympics will be hosted in –

ক. China

খ. France

গ. United Kingdom

ঘ. United States

উত্তরঃ খ. France

83. Cricket is the national game of which country?

ক. Australia

খ. Bermuda

গ. Barbados

ঘ. All of these

উত্তরঃ ঘ. All of these

84. Who is known as the ‘Poet of Brahmaputra?

ক. Shamol Mitra

খ. Bhupen Hazarika

গ. Abbas Uddin

ঘ. Manna Dey

উত্তরঃ খ. Bhupen Hazarika

85. The Bangladesh Delta Plan (BDP) 2100 was approved by the government on –

ক. September 30, 2018 

খ. September 04, 2018

গ. September 24, 2018?

ঘ. September 14, 2018

উত্তরঃ খ. September 04, 2018

87. Where is the headquarters of Rotary International?

ক. New York

খ. Washington

গ. Arizona

ঘ. Illinois

উত্তরঃ ঘ. Illinois

88. HDI is an index that represents the development of a country by considering

ক. Income, education, & health

খ. Income, growth, & Inflation

গ. Income, education, & corruption

ঘ. Income, education, & child mortality

উত্তরঃ ক. Income, education, & health 

89. The first tribal cultural academy of Bangladesh is located in

ক. Netrokona

খ. Rangamati

গ. Chattogram

ঘ. Rangpur

উত্তরঃ ক. Netrokona 

90. In which year was “Kabaddi’ adopted as the national game of Bangladesh?

ক. 1971

খ. 1973

গ. 1975

ঘ. 1972

উত্তরঃ ঘ. 1972

91. In MICR, ‘C’ stands for –

ক. Character

খ. Code

গ. Color

ঘ. Computer

উত্তরঃ ক. Character   

92. What is the meaning of OMR?

ক. Optical Mark Reader

খ. Optical Message Reader

গ. Optical Message Render

ঘ. Optical Mark Render

উত্তরঃ ক. Optical Mark Reader 

93. ———-is the common language for Al.

ক. Lisp

খ. Java

গ. PHP

ঘ. Python

উত্তরঃ ঘ. Python

94. Which of the following is not a valid data type in MS Excel?

ক. Number

খ. Label

গ. Character

ঘ. Date/Time

উত্তরঃ গ. Character 

95. In MS Word, CTRL+E will result in –

ক. Table

খ. Centre alignment

গ. Exit from MS Word

ঘ. Underlined text

উত্তরঃ খ. Centre alignment  

96. Word processing, spreadsheet, and photo-editing are examples of-

ক. Application Software

খ. System Software

গ. Web Development Software

ঘ. Platform Software

উত্তরঃ ক. Application Software

98. Which of the following will translate images of text, drawings, and photos into digital form?

ক. Digitizer

খ. Modem

গ. Scanner

ঘ. Keyboard

উত্তরঃ গ. Scanner 

99. A pixel is –

ক. Computer program that draws picture

খ. Picture stored in the secondary memory

গ. The smallest resolvable part of a picture

ঘ. Virus

উত্তরঃ গ. The smallest resolvable part of a picture

100. Ctrl, Shift, and Alt are called——–keys.

ক. Alphanumeric 

খ. Modifier

গ. Adjustment

ঘ. Function

উত্তরঃ উত্তরঃ  খ. Modifier