Civil Surgeon Office Thakurgaon Exam Question Solution 2024

Civil Surgeon Office Thakurgaon Exam Question Solution 2024 has been published. CS Thakurgaon Exam Question Solution 2024 has been solved by our educational team. Civil Surgeon Office Thakurgaon Health Assistant Exam Question Solution 2024 is good news for job seekers. All information on the Thakurgaon Civil Surgeon Office Exam Question Solution 2024 is available below. Civil Surgeon Office Thakurgaon is a Government organization in Bangladesh.

Organization Type : Civil Surgeon Office Thakurgaon

Exam Name : Civil Surgeon Office Thakurgaon Exam Question Solution 2024

Exam Date : 2024-03-16

Exam Year : 2024

Exam Time :

Total Vacancy :

Exam Type : 2

Total Questions :

Total Marks :

Negative Marks :

Total Candidates :

Exam Center :

Question Set :

১। ‘সফেদ’ শব্দটির অর্থ কী?

উত্তরঃ সাদা

২। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

উত্তরঃ নেপাল

৩। এক কথায় প্রকাশ করুন।

ক) অনুসন্ধান করার ইচ্ছা = অনুসন্ধিৎসা

খ) যে উপকারীর উপকার স্বীকার করে না = অকৃতজ্ঞ

গ) আদি নেই যার = অনাদি

ঘ) অল্পকাল স্থায়িত্ব যার = ক্ষণস্থায়ী

ঙ) অলঙ্কারের ধ্বনি =  শিঞ্জন

৪। ‘সোজন বাদিয়ার ঘাট’ গ্রন্থের রয়িতা কে?

উত্তরঃ জসীমউদ্দীন

৫। ‘রক্তান্তর প্রান্তর’ কার লেখা?

উত্তরঃ মুনীর চৌধুরী

৬। ‘পল্লীসমাজ’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৭। বিপরীত শব্দ লিখুন। 

আবশ্যিক = ঐচ্ছিক

ঈষৎ = প্রচুর

উৎকর্ষ = অপকর্ষ

ক্ষয়িষ্ণু = বর্ধিষ্ণু

অনুরাগ = বিরাগ

৮। নিচের বাগধারাসমূহের অর্থ লিখুন। 

কানপাতলা = বিশ্বাসপ্রবণ

অন্ধের যষ্টি = একমাত্র সহায় সম্বল

গড্ডালিকা প্রবাহ = অন্যকে অন্ধভাবে অনুসরণ

তামার বিষ = অর্থের কুপ্রভাব

ব্যাঙের সর্দি = অসম্ভব ঘটনা

৯। সন্ধি বিচ্ছেদ করুন।

রত্ন + আকর = রত্নাকর

মহার্ঘ = মহা + অর্ঘ

নৌ + ইক = নাবিক

জল+ এক = জলৌকা

তৎ + কর = তস্কর

১০। Translate into English:

ক) আমি আমার দেশকে খুব ভালবাসি।

উত্তরঃ I love my country very much.

খ) ভোরে ঘুম থেকে উঠা স্বাস্থ্যের জন্য উপকারী।

উত্তরঃ Early rising is beneficial to health. 

গ) চারদিন ধরে বৃষ্টি হচ্ছে।

উত্তরঃ It has been raining for four days.

ঘ) আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি।

উত্তরঃ I have completed my duty.

ঙ) আমি তাকে যেতে দেখলাম।

উত্তরঃ I saw him go. 

১১। Make sentences with the following idioms and phrases. 

ক) Black and white = লিখিতভাবে = Please give me an application in black and white.

খ) By the by = প্রসঙ্গক্রমে = By the by I am very happy to see her.

গ) In a nutshell = সংক্ষেপে = Tell the horror story in a nutshell.

ঘ) ABC  = প্রাথমিক জ্ঞান = I have no ABC of playing cricket.

ঙ) Cats and dogs = মুষলধারে = It has been raining cats and dogs since monday.

১২। Use appropriate article.

a) I saw ——–one eyed man when I was walking. =  a

b) He is——–honest man. = an

c) ——–sun rises in the east. = The

d). He plays ——-piano. = the

e) We had——–good breakfast yesterday. = a

১৩। Fill in the blanks with appropriate prepositions.

a) Trust——-God. = in

b) He is fon——–literature. = of

c) Mr. Karim readily complied———my request. = with

d) He was angry———–me. = with

e) I have no appetite————food. = for

১৪। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৬ বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ প্রতিটি বাহুর দৈর্ঘ্য = ৭.৭৫ মিটার। 

১৫। ১টি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ১২৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?

উত্তরঃ ৪৮ মিটার

১৬। একটি বর্গের পরিসীমা ৫০ ফুট। এর ক্ষেত্রফল কত?

উত্তরঃ ১৫৬.২৫ বর্গফুট

১৭। সর্বজনীন পেনশন স্কিম কী?

উত্তরঃ

উত্তরঃ সর্বজনীন পেনশন হলো বাংলাদেশ সরকারের অবসরভাতা উদ্যোগের একটি ব্যবস্থা।

উত্তরঃ সর্বজনীন পেনশন হলো বাংলাদেশ সরকারের অবসরভাতা উদ্যোগের একটি ব্যবস্থা। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ প্রণীত হয়েছে যার অধীনে মাননীয় প্রধানমন্ত্রী গত ১৭ আগস্ট ২০২৩ তারিখ সর্বজনীন পেনশন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় এই পেনশন পেতে পারেন, ভবিষ্যতে এই পেনশন সবার জন্য বাধ্যতামূলক হবে।

১৮। স্মার্ট বাংলাদশের স্তম্ভ কয়টি ও কী কী?

উত্তরঃ

উত্তরঃ স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ ঠিক করা হয়েছে। এগুলো হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট।

১৯। চাঁদ ও তারার তারার মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ

চাঁদ: চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হচ্ছে ৩৮৪,৩৯৯ কিলোমিটার। চাঁদের ব্যাস ৩,৪৭৪.২০৬ কিলোমিটার (২,১৫৯ মাইল) যা পৃথিবীর ব্যাসের এক-চতুর্থাংশের চেয়ে সামান্য বেশি। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে ২৭ দিন, ৭ ঘন্টা, ৪৩ মিনিট এবং ১১ সেকেন্ড সময় নেয় কিন্তু সমসাময়িক আবর্তনের ফলে পৃথিবীর পর্যবেক্ষকরা প্রায় ২৯.৫ দিন হিসেবে গণনা করে। জোয়ার ভাঁটার জন্যে চাঁদকে দায়ী করা হয়।

তারা: তারা প্লাজমা দশাস্থিত অতি উজ্জ্বল এবং সুবৃহৎ গোলাকার বস্তুপিণ্ড। অধিকাংশ তারার বয়স ১০০ কোটি থেকে ১০০০ কোটির মধ্যে। কিছু তারার বয়স ১৩,৭০ কোটির কাছাকাছি। তারা জ্বলজ্বল করার কারণ হচ্ছে, এর কেন্দ্রে নিউক্লীয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় তা তারার পুরো অভ্যন্তরভাগ পার হয়ে বহিঃপৃষ্ঠ থেকে বিকিরিত হয়। বিভিন্ন ধরণের তারকার মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে মেইন সিকুয়েন্স সিকুয়েন্স তারকাদের। মহাবিশ্বে তারকাদের ৮০ ভাগই এই শ্রেণির তারকা।

২০। নিম্নের ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন।

ক) ভাষা আন্দোলন= ১৯৫২ সাল

খ) যুক্তফ্রন্ট সরকার গঠন = ১৯৫৪ সাল

গ) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন = ১৯৭২ সালের ১০ জানুয়ারি

ঘ) ছয় দফা= ১৯৬৬ সাল