Land Record and Survey Department (DLRS) Exam Question Solution 2024
Organization Type : Land Record and Survey Department (DLRS)
Exam Name : Land Record and Survey Department (DLRS) Exam Question Solution 2024
Exam Date : 2024-06-07
Exam Year : 2024
Exam Time :
Total Vacancy :
Exam Type : 2
Total Questions :
Total Marks :
Negative Marks :
Total Candidates :
Exam Center :
Question Set :
১. সন্ধি বিচ্ছেদ করুন।
ক. পবিত্র = পো + ইত্র
খ. অন্বেষণ = অনু + এষণ
গ. মতৈক্য = মত + ঐক্য
ঘ. ততোধিক = ততঃ + অধিক
ঙ. প্রত্যূষ = প্রতি + ঊষ
২. নিচের বানানগুলো শুদ্ধ করুন।
ক. শিরোচ্ছেদ = শিরশ্ছেদ
খ. গিতাঞ্জলি = গীতাঞ্জলি
গ. বিভীষীকা = বিভীষিকা
ঘ. মুমুর্ষু = মুমূর্ষু
ঙ. বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী
৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন।
ক. আমরণ = মরণ পর্যন্ত = অব্যয়ীভাব সমাস
খ. তেমাথা = তে (তিন) মাথার সমাহার = দ্বিগু সমাস
গ. মধুমাখা = মধু দিয়ে মাখা = ৩য়া তৎপুরুষ সমাস
ঘ. দ্বীপ = দু দিকে অপ যার = নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস
ঙ. চন্দ্রমুখ = চন্দ্রের ন্যায় মুখ = উপমিত কর্মধারয় সমাস
৪. নিম্নেরেখ পদগুলোর কারক নির্ণয় করুন।
ক. মেঘ থেকে বৃষ্টি পড়ে। = অপাদান কারক
খ. তিলে তৈল আছে। = অধিকরণ কারক
গ. ডাক্তার ডাক। = কর্মকারক
ঘ. ছেলেরা ফুটবল খেলছে। = কর্তৃকারক
ঙ. সৎপাত্রে কন্যা দান কর। = সম্প্রদান কারক
৫. বাক্য সংকোচন করুন।
ক. সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন
খ. যার অন্য উপায় নেই = অনন্যোপায়
গ. আপনাকে যে পণ্ডিত মনে করে = পণ্ডিতম্মন্য
ঘ. যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব
ঙ. মৃতের মতো অবস্থা যার = মুমূর্ষু
৬. Fill in the blanks:
ক. We should abide———the law. Ans: by
খ. Momotaz was married ………..Shahjahan. Ans: to
গ. He was absent …………….the meeting. Ans: from
ঘ. You………..better go now. Ans: had
ঙ. I am ashamed…………..his conduct. Ans: of
চ. I am capable ………..doing it. Ans: of
ছ. Are you confident ………….your performance? Ans: of
৭. Correct the following sentences:
ক. Rich is not always happy.
Ans: The rich are not always happy.
খ. Everybody have gone there.
Ans: Everybody has gone there.
গ. One of my friends are a lawyer.
Ans: One of my friends is a lawyer
ঘ. Yesterday he has gone home.
Ans: Yesterday he went home.
ঙ. This is an unique case.
Ans: This is a unique case.
চ. Would you mind to close the door?
Ans: Would you mind closing the door?
৮. Translate the following sentences:
ক. গতরাতে তার ঘুম ভাল হয়েছে।
Ans: He slept a sound sleep last night.
খ. প্রয়োজন আইন মানে না।
Ans: Necessity knows no law.
গ. তিনি এলএলএম পাশ।
Ans: He is an LLM.
ঘ. আমি না হেসে পরলাম না।
Ans: I could not but laugh.
ঙ. আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি।
Ans: I prefer reading to writing.
চ. সে পাঁচ বছর যাবত এখানে বাস করছে।
Ans: He has been living here for five years.
৯. Answer the following questions:
ক. Reading is an excellent habit. Here, the word ‘reading’ is a………..
Ans: Gerund
খ. What kind of noun is knowledge?
Ans: Abstract Noun
গ. What is the adjective of word ‘mouth’?
Ans: Oral
ঘ. What is the noun form of ‘Foolish’?
Ans: Fool
ঙ. What is the superlative degree of the word ‘big’?
Ans: Biggest
চ. What is the adjective of the word ‘tax’?
Ans: Taxable
১০. সংজ্ঞা লিখুন।
ক. বাটা দাগ
উত্তরঃ
উত্তরঃ বাটা দাগ হচ্ছে সেই সমস্ত দাগ, যে সকল দাগ রেকর্ড চলাকালীন সময়ে উপযুক্ত তথ্যের অভাবে একটি দাগ প্রস্তুত করা হয় এবং উক্ত দাগটি রেকর্ড চলাকালীন সময়ের মধ্যেই উপযুক্ত তথ্যাদি উপস্থাপন করে প্রস্তুতকৃত একটি দাগকে একাধিক দাগে রূপান্তরিত করার প্রক্রিয়াটি, যেই দাগ সৃষ্টির মাধ্যমে সমাধান করা হয় তাহায় হচ্ছে বাটা দাগ।
খ. মৌজামিলি
উত্তরঃ
উত্তরঃ সার্ভে কাজের মাসিক কাজের অগ্রগতির প্রতিফলন হচ্ছে মৌজামিলি।
গ. সিট
উত্তরঃ
উত্তরঃ নক্সার উত্তর-পশ্চিম কোন থেকে নাম্বারিং শুরু হয়। মৌজায় জমির পরিমাণ বেশি হলে একাধিক সিট হতে পারে।
১১. ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত ৫টি যন্ত্রপাতির নাম লিখুন।
উত্তরঃ
উত্তরঃ গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, ফোর্থ জেনারেশন সার্ভে ড্রোন বা ইউএভি, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, গ্লোবাল পজিশনিং সিস্টেম- জিপিএস, ইলেকট্রনিক টোটাল স্টেশন- ইটিএস, ডাটা রেকর্ডার, প্লটার
১২. নকশা অঙ্কনের স্কেল কত প্রকার ও কী কী?
উত্তরঃ
উত্তরঃ ব্যবহারিক দিক ও প্রয়োগের ভিন্নতার উপর ভিত্তি করে স্কেলকে প্রাথমিকভাবে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে।
ক) সরল স্কেল (Simple Scale)
খ) তুলনামূলক স্কেল (Comparative Scale)
গ) কর্ণীয় স্কেল (Diagonal Scale)
ঘ) ভার্নিয়ার স্কেল (Vernier Scale)
ঙ) বিশেষ ধরনের স্কেল (Seales of Special Types)
১৩. একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে ১৫, ১৮, ২১ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে।
উত্তরঃ ২৫২২
১৪. একটি বষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ ৪২ সে.মি., ৩৪ সে.মি. এবং ২০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৩৩৬ বর্গসে.মি.
১৫. একটি শ্রেণির প্রতি বেঞ্জে ০৪ জন করে বসলে ০৩ খানা বেঞ্জ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্জে ০৩ জন করে বসলে ০৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্রসংখ্যা কত?
উত্তরঃ ৬০ জন
১৬. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন।
ক. বিশ্ব পরিবেশ দিবস কবে?
উত্তরঃ ৫ জুন
খ. কোথায় দিন-রাত্রি সমান?
উত্তরঃ
উত্তরঃ নিরক্ষরেখায়
গ. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছ?
উত্তরঃ
উত্তরঃ ১৭ বার
ঘ. পদ্মাসেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তরঃ দৈর্ঘ্য- ৬.১৫ কি.মি.; প্রস্থ- ১৮.১০ মি.
ঙ. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?
উত্তরঃ ভুটান
চ. ‘পদ্মানদীর মাঝি’ এর রচয়িতা কে?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়
ছ. “আমি হিমালয় দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি।’ উক্তিটি কার?
উত্তরঃ
উত্তরঃ ফিদেল ক্যাস্ট্রো
জ. স্মার্ট বাংলাদেশের ভিত্তি কী কী?
উত্তরঃ ৪টি। যথা: স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি ও স্মার্ট সিটিজেন
ঝ. মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ কী কী?
উত্তরঃ ৪টি। যথা: বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক
ঞ. বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কী? এর দৈর্ঘ্য কত?
উত্তরঃ
উত্তরঃ কক্সবাজার সমুদ্র সৈকত। দৈর্ঘ্য- ১২০ কি.মি.
ট. ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের লেখক কে?
উত্তরঃ
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঠ. উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে?
উত্তরঃ অমর্ত্য সেন
ড. GPS ও GIS এর পূর্ণরূপ কী?
উত্তরঃ
উত্তরঃ GPS = Global Positioning System
GIS = Geographic information system
ঢ. ছয়দফা আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৯৬৬ সালে
ণ. ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী?
উত্তরঃ এডিস মশা
ত. বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে?
উত্তরঃ ভারত ও মিয়ানমার
থ. রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পাবনা
দ. জাতিসংঘ কতসালে প্রতিষ্ঠিত হয়? এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ১৯৪৫ সালে। সদর দপ্তর- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ধ. নিশীথ সূর্যের দেশ কোনটি?
উত্তরঃ নরওয়ে
ন. বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
উত্তরঃ
উত্তরঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১