Geological Survey of Bangladesh (GSB) Exam Question Solution 2024

Geological Survey of Bangladesh (GSB) Exam Question Solution 2024

Organization Type : The Geological Survey of Bangladesh (GSB)

Exam Name : Geological Survey of Bangladesh (GSB) Exam Question Solution 2024

Exam Date : 2024-05-10

Exam Year : 2024

Exam Time :

Total Vacancy :

Exam Type : 2

Total Questions :

Total Marks :

Negative Marks :

Total Candidates :

Exam Center :

Question Set :

১। “মে দিবস”-এর উপর ০৫ টি বাক্য লিখুন।

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে নিজেদের রক্ত দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটেই আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালন শুরু হয়। যুক্তরাষ্ট্রে আন্দোলন ও হতাহতের ঘটনা ঘটলেও শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে, সেটা ১৮৮৯ সালে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসে। বিশ্বের ৯০টি দেশে সরকারিভাবে মে মাসের প্রথম দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

২। অর্থসহ বাক্য রচনা করুন। 

(ক) লেজে গোবরে = বিশৃঙ্খলা = সুমন কাজ করতে গিয়ে শুধু লেজে গোবরে করে ফেলে।

(খ) অকাল কুষ্মান্ড = অযোগ্য ব্যক্তি = সুমনের মত অকাল কুষ্মান্ড নিয়ে সমাজের কোন উপকার হবে না।

(গ) ছ-কড়া ন-কড়া = সস্তা দর = ঈদের সময় সবজি ছ-কড়া ন-কড়া বিক্রি হয়।

(ঘ) কংস মামা = নির্দয় আত্মীয় = সুমনের মত কংস মামা আমার দরকার নাই।

(ঙ) সাপের পাঁচ পা দেখা = অহঙ্কারে স্ফিত হয়ে ওঠা = তার সাথে কথা বলে সাপের পাঁচ পা দেখে ফেললাম।

৩। এক কথায় প্রকাশ করুন। 

(ক) যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার

(খ) অনায়াসে যা লাভ করা যায় = অনায়াসলভ্য

(গ) নৌকা চলাচলের যোগ্য = নাব্য

( ঘ) যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি

(ঙ) একই সময়ে বর্তমান = সমসাময়িক

8। বিপরীত শব্দ লিখুন। 

(ক) অগ্র = পশ্চাৎ

(খ) পদস্থ = নিম্নস্হ

(গ) সংশয় = প্রত্যয়

(ঘ) তিমির = আলো

(ঙ) উৎকৃষ্ট =  নিকৃষ্ট

৫। Write five sentences on “My Family”.

I have a wonderful family. I live with my grandparents and parents. I have a sister. My father is an engineer and my mother is a school teacher. My family prays every day.

৬। Translate into English:

(ক) তিনি সৎ লোক ছিলেন। = He was an honest man.

(খ) তিন ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। = It has been raining for three hours.

(গ) মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকল। = The girl entered the room laughing.

(ঘ) সূর্য পূর্ব দিকে উঠে। = The sun rises in the east.

(ঙ) আজ শুক্রবার। = Today is friday.

৭।  Fill in the blanks:

(a) Bangladesh is——-land of rivers. = a

(b) I am not bad ——-football. = at

(c) Don’t tell ——–lie. = a

(d) I agreed ———what you say. = with

(e) Open ———-page 50. = at

৮। Change the Gender:

(a) Dog = Bitch

(b) Lad = Lass

(c) Nephew = Niece

(d) Milkman = Milkmaid

(e) Gentleman = Lady

৯। একটি কলম ১২ টাকায় কিনে ১৬ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

উত্তরঃ ৩৩.৩৩% লাভ 

১০। ১৪ জন লোক একটি কাজ ১৫ দিনে শেষ করতে পারে। ঐ কাজটি ১০ দিনে করতে হলে কত জন লোক নিয়োগ করতে হবে?

উত্তরঃ ২১ জন

১১। x + 1/x =2 হলে  x^4 + 1/x4 =?

উত্তরঃ 2 

১২। উৎপাদকে বিশ্লেষণ করুন।

x ^4 – 6x^2 + 1

উত্তরঃ (x2-2x-1) (x2+2x-1)  

১৩। নিচের প্রশ্নগুলির উত্তর লিখুন। 

(ক) LPG-এর পূর্ণরূপ লিখুন

উত্তরঃ Liquefied Petroleum Gas

(খ) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়?

উত্তরঃ ৯ আগস্ট

(গ) মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

(ঘ) পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়?

উত্তরঃ ২৫ জুন ২০২২ সালে 

(ঙ) জাপানের পার্লামেন্ট এর নাম কি?

উত্তরঃ ডায়েট

(চ) মিশর এর মুদ্রার নাম কি?

উত্তরঃ পাউন্ড

(ছ) “সিনহুয়া” কোন দেশের সংবাদ সংস্থা?

উত্তরঃ চীন 

(জ) ‘বাকল্যান্ড বাঁধ’ কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ বুড়িগঙ্গা

(ঝ) হোয়াইট হল কোথায় অবস্থিত?

উত্তরঃ ইংল্যান্ডে

(ঞ) মুক্তিযুদ্ধে সর্ব প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?

উত্তরঃ  যশোর