CSPB Project Exam Question Solution 2024

CSPB Project Exam Question Solution 2024 has been published. Department of Social Service (DSS) CSPB Project Exam Question Solution 2024 has been published by the Authority. CSPB Project Child Protection Social Worker Exam Question Solution 2024 is great news for job seekers in Bangladesh. All information on the CSPB Project Psycho Social Counselor Exam Question Solution 2024 is available below. The Department of Social Service (DSS) is a Government Organization in Bangladesh.

Organization Type : The Department of Social Service (DSS)

Exam Name : CSPB Project Exam Question Solution 2024

Exam Date : 2024-01-20

Exam Year : 2024

Exam Time :

Total Vacancy :

Exam Type : 2

Total Questions :

Total Marks :

Negative Marks :

Total Candidates :

Exam Center :

Question Set :

CSPB Project Exam Question Solution 2024 has been published. Department of Social Service (DSS) CSPB Project Exam Question Solution 2024 has been published by the Authority. CSPB Project

Organization Name: Child Sensitive Social Protection in Bangladesh (CSPB) Project, Phase-2 Under Department of Social Service (DSS)

Exam Time: 11.00 AM to 12.00 PM 

Exam Center: Dhaka

প্রতিষ্ঠানের নামঃ সিএসপিবি প্রকল্প (সমাজসেবা অধিদপ্তর)

নিয়োগ পরীক্ষার তারিখঃ ২০ জানুয়ারি ২০২৪

সময়ঃ ১ ঘণ্টা

পূর্ণমানঃ ৭০ [প্রতি প্রশ্নের মান ২]

১. কারক ও বিভক্তি লিখ।

১. কারক ও বিভক্তি লিখ। শনিবার থেকে

১. কারক ও বিভক্তি লিখ। শনিবার থেকে পরীক্ষা শুরু।

উত্তরঃ অপাদান কারকে পঞ্চমী বিভক্তি 

২. বাতাসের আদ্রতা মাপার যন্ত্রের নাম কি?

উত্তরঃ

উত্তরঃ হাইগ্রোমিটার

৩. Correct the sentence. He is senior than me.

উত্তরঃ He is senior to me. 

৪. মানুষের দেহকোষে ক্রোমজোমের সংখ্যা কয়টি?

উত্তরঃ ২৩ জোড়া (৪৬টি) 

৫. Translate in English. শিশুরা জাতির ভবিষ্যৎ।

উত্তরঃ Children are the future of the nation.

৬. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি?

উত্তরঃ টংস্টেন ধাতু দিয়ে 

৭. ৬% হারে নয় মাসে ১,০০০ টাকার উপর সুদ কত?

উত্তরঃ ৪৫ টাকা

৮. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তরঃ অগ্নিবীণা

৯. দুধে কোন এসিড থাকে?

উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড

১০. ৬ দফা দাবী কে এবং কত সালে উত্থাপন করেন?

উত্তরঃ ১৯৬৬ সালে, শেখ মুজিবুর রহমান

১১. AIDS- পূর্ণাঙ্গ অর্থ কি

উত্তরঃ Acquired Immune Deficiency Syndrome

১২. Make correct- Good news are expected.

উত্তরঃ Good news is expected.

১৩. একটি স্বার্থক বাক্যের বৈশিষ্ট্য কয়টি ও কি কি?

উত্তরঃ তিনটি, আকাঙ্ক্ষা, আসত্তি এবং যোগ্যতা। 

১৪. Translate in English- বাতিটি নিভাও

উত্তরঃ Put out the lamp

১৫.ণত্ব বিধান কি?

উত্তরঃ বাংলা বানানে ‘দন্ত্য-ন’ ও ‘মূর্ধন্য-ণ’ ব্যবহারের নিয়মকে ‘ণত্ব বিধান’ বলে৷ 

১৬. আসমান কোন ভাষা থেকে আগত?

উত্তরঃ ফারসি 

১৭. UNICEF এর পূর্ণরুপ কি?

উত্তরঃ United Nations International Children’s Emergency Fund

১৮. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? কি কি?

উত্তরঃ

উত্তরঃ ৮টি, যথাঃ ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ

১৯. ক্রয়মূল্যঃ বিক্রয়মূল্য = ২ঃ৩ হলে শতকরা কত টাকা লাভ হবে?

উত্তরঃ ৫০ টাকা বা ৫০% 

২০. ৯০° কোণের পূরক কোণের মান কত?

উত্তরঃ ০° [৯০° কোণের পূরক কোন সম্ভব নয়। [বি. দ্র. – 0° কোন কোন হতে পারে না] 

২১. Translate in English. আমি জিপিএ ৫ পেয়েছি।

উত্তরঃ I have got GPA 5.

২২. ১৫ জনে একটি কাজ ৩ ঘন্টায় করলে ৫ জনে কত সময়ে করবে?

উত্তরঃ ৯ ঘন্টায়

২৩. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

উত্তরঃ ৭টি

২৪. a=2, b = 3, c = 5 হলে 3a2 + 3b2 – c² এর মান কত?

উত্তরঃ 14 

২৫. Make a sentence with “Look for

উত্তরঃ I am looking for a Government  job. 

২৬. চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রী?

উত্তরঃ ৩৬০°

২৭. ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?

উত্তরঃ ৬০% 

২৮. একটি কোণ ৬১° হলে এর পূরক কোণ কত ডিগ্রী?

উত্তরঃ ২

উত্তরঃ ২৯° 

২৯. NSSS-এর পূর্ণরুপ কি?

উত্তরঃ National Social Security Strategy 

৩০. ৩x যদি ১৫ থেকে ৩ অধিক হয় তাহলে 3x + 2 =?

উত্তরঃ 20 

৩১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এর দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৩.৩২ কিলোমিটার

৩২. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?

উত্তরঃ ১৯১৩ সালে 

৩৩. বাংলাদেশে জাতীয় সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত?

উত্তরঃ ২৫ বছর 

৩৪. বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় কত?

উত্তরঃ ২৭৬৫ মার্কিন ডলার

৩৫. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত

উত্তরঃ ১২০ মিটার